সমাজসেবা অধিদফতর কতৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কর্মসুচিসমূহ:
পরিচালক (কার্যক্রম) নেতৃত্বে ২ জন অতিরিক্ত পরিচালক, ৫ জন উপপরিচালক, ৮ জন সহকারী পরিচালক, ২ জন উপ-সহকারী পরিচালক, ১ জন প্রোগ্রাম অফিসার, ১ জন হিসাবরক্ষণ অফিসার, ২ জন সমাজসেবা অফিসার (আর.ও) ও ৬ জন সমাজসেবা অফিসার (সংযুক্ত) দায়িত্ব সম্পাদন করে থাকেন।
কার্যক্রম অধিশাখা আওতাধীন শাখা/সেলসমূহ:
১. পল্লী সমাজসেবা কার্যক্রম (আর এস এস) শাখা
২. পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম (আর এম সি) শাখা
৩. দগ্ধ ও প্রতিবন্ধী ব্যাক্তিদের পুনর্বাসন কার্যক্রম শাখা
৪. শহর সমাজসেবা কার্যক্রম (ইউসিডি) শাখা
৫. স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) শাখা
৬. চিকিৎসা ও প্রবেশন কর্মসূচি শাখা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস